অনেকদিন
হাঁটতে যাওয়া হয় না
লেকের ধারে-
সেখানকার বৃক্ষ-ফুল-পাখি
বারংবার ডেকে বলে
কাছে এসো বন্ধু...
কতদিন দেখি না তোমায় !
লেকের শান্ত জল
মুখ বুজে সয়ে যায়
সব কোলাহল
ঠিক তোমারই মতো -
আমার সব আবদার-অনুরোধ-অনুযোগ
আর যন্ত্রণা তো
তুমিও নিরবে মেনে নাও সবসময়।
কিন্ত কেন ? বলনি তা কখনও;
ভালোবাসো বলে?
বলো না - তুমিও কি তবে
স্নিগ্ধ জলের মতো
বৃক্ষ-ফুল আর পাখিদের মতো করে
ভালোবাসো আমায়?


অনেকদিন
দেখতে যাওয়া হয়নি তোমায়।


ঢাকা। ১৮ই মে, ২০১৬ ।