আমি বর্ষা
শুনছ তো কবিভাই।
থই থই চারিদিক
শ্রাবণ ঘন মেঘলা দিন
নদী উপচে বন্যা আসে
আকাশ ফেটে বৃষ্টি আসে
বালিহাঁস দুটি পাঁক নাড়ে।
বীরপতির ওপারেতে __________
যেন কাশবন জেগে ওঠে
সকাল বেলার মৃদু হাওয়ায়
কাশবনটা মাথা দোলায়
বর্ষা আমি ভাই
শরৎ আসছে এই বার্তা জানাই।