বহে বৈশাখের বার্তাবহ
পাখির কূজন কূহ ।
উড়ন্ত জোড়া শালিক দেখে
দু-হাত আসে প্রনামি ভরে ।
শোনা যায় মৌ কর্মীর গুঞ্জন
কাঁঠাল গাছের ডালে ।
পুকুরে পানকৌড়ির ডাক
করে হাঁক ডাক।
চাষি কাটে ধান
বুক ভরে গায় গান।
বাউল চলে বনবাদাড়ে
সে কী আর পেছন ফেরে ?
রাখাল ছেলে বাজায় বাঁশি
তা দেখে থমকে দাঁড়ায় কোন রূপসী ?