বসন্তের অন্তিম নিঃশ্বাসে
বর্ষের শেষ।
বসন্তের মধ্যেই
বর্ষের শেষারম্ভ।
বসন্তের কোকিল তাও
মাঝে মাঝে ডাক পাড়ে কদমের ডালে।
শেষ দিনের বিকেল বেলা
নীরব চারিদিক গরজে উঠিলা
আকাশের বেণু কুঞ্জে পুঞ্জ পুঞ্জ মেঘ
যেন পেঁচানো তুলারাশি।
সন্ধ্যা আসিল নামিয়া
ঘরের চারিদিক অন্ধকার করিয়া
দেখা নাহি যায় কিছু
দেখা যাবে কাল
যখন আসিবে সূর্য নতুন আমেজে ধরায়।