বুকের অতলান্ত হতে বেরিয়ে আসা
কোনো পাখি ।
নাকি মনের চোর কোটায়
বসে থাকা কোনো জোনাকি?
যা জ্বলে উড়ে,
আবার নিভে যায়।
নাকি প্রেয়সীর আদরে......
টনটন করা বুকের পঞ্জরাস্থি ।
বিকেলের সূর্য হতে আসা
রক্তিম আভা
নাকি নিশুতি রাতের......
বাঁকা রাস্তা
পাগলী মায়ের কোল
যেথায় নির্ভয়ে দিনপাত।
সরু পথের ধারের একছটা ঘাস,
যেথায় গঙ্গাফড়িং এর নাচ।
নাকি মাঠের কোণের পলাশ
কোকিলের প্রেম।