তোমাকে সঙ্গে নিয়ে চলব বলে স্থির করেছি আমি,
হঠাৎ করে মনে হল আমি একাকী পথিক
সঙ্গে নেওয়া, সঙ্গ দেওয়া আমার ভ্রান্ত ধারনা।
মনের সেই ভাঙা কুঠুরি থেকে _____
বের করেছি তাদের
যাদের আমি পুষেছিলাম যত্ন করে,
দেশ থেকে দেশান্তরি হয়েছি
তবু তাদের সঙ্গে নিয়েছি ।
ছাড়তে পারি না তাদের,
ভুলতে পারি না ওদের
কারন ওদের নিয়ে কেটেছে আমার আঠার বৎসর ।
যদিও ভেবেছিলাম এইসব জঞ্জাল থেকে আসব বেরিয়ে
না না আমি ছাড়লে কি হবে
ওরা তো আমায় ছাড়ে না।
কেউ তো আমায় গ্রহণ করে না
শুধু করে একজন,
সে আমার আবেগাবতী।
যে দীর্ঘ বৎসর ধরে আমার সাথে আছে
আজও থাকতে চায়।
ভেবেছিলাম হয়তো পেয়েছি নতুন সঙ্গী
আমি সঙ্গী পেলে কি হবে?
সঙ্গী তো আমায় চায় না।
এর থেকে ভালোই ছিলাম দেশে
আবেগাবতীকে সঙ্গে নিয়ে
নিত্য দবন্ধে লিপ্ত হতাম আমরা দুজনে
কিন্তু মানে না মন
করে উছাটন
শুধু তারই জন্য।
ছবি ভাসে চোখে
জল ভরে ওঠে।
গড়ায় না জল,
মন বেঁধে আমি
করি আত্মস্থিতি
ছাড়িব আবার এ দেশ
যাব বিদেশ
তাই হল
কিন্তু আমার আবেগাবতী যে আজও সঙ্গে যেতে চাইল।