কৈশোরের স্বপ্ন মাখা দুটি চোখে যেদিন সহসা
আঁধার নেমে এসেছিল
সেদিনই বুঝেছিলাম সুখ বুঝি এ কপালে নেই
স্বপ্নহীন দুটি চোখে কালের নিয়মে
যৌবনের রঙিন স্বপ্ন আবার এসে ধরা দিলো
বসন্তের আকুল করা হাওয়ায় সেই স্বপ্নের রঙে
নিজেকে হারালাম
কিন্তু চৈত্রের ঝোড়ো হাওয়ায় সে স্বপ্ন হারাতে
বেশী সময় লাগলো না
তবুও আজও যখন হৃদয় ব্যাকুল হয়
তখন মন বলে ওঠে তুমি আসবে
যে কোন সময় , যে কোন মুহূর্তে
হতে পারে শেষের সে দিনে
কিন্তু তবুও তুমি আসবে
বহুদিন আগের বাসি কাজলের দাগ মুছে দিয়ে
দু চোখে নতুন স্বপ্ন এঁকে দিতে তুমি আসবে
জানি না সে চোখের আলোয় তোমার সর্বনাশ
লুকিয়ে আছে কি না
যদি তা থাকে তবে না হয় হতে দিও
সে টুকু সর্বনাশ
তোমার ভালবাসার আশ্রয়ে আমি নিতে চাই
একমুঠো সুখের বাতাস.........