আজও যখন মাঝরাতে ঘুম ভেঙে যায়
তোমার কথাই মনে পড়ে
তুমি কি এখনও সেই ঘুম ভাঙা রাতে
গাঢ় অন্ধকারের মাঝে জোনাকির আলো  দেখতে পাও ?
মাঝরাতের সেই নিঃসীম শূন্যতা, বুক চাপা মৌনতা  
আজও কি আমার কথা মনে পড়ায় ?


আমার দু চোখের তারায়
আকাশের গভীরতা খুঁজতে তুমি,
রাতের অন্ধকার কি আজও আমার
দু চোখের গভীরতা খুঁজে বেড়ায় ?


একসময় জীবনানন্দে সাজিয়েছিলে আমায়
“আমার মুখের দিকে তাকালে সমুদ্রের নীল
দুপুরের শূন্য সব বন্দরের ব্যথা
বিকেলের উপকণ্ঠে সাগরের চিল
নক্ষত্ররা , রাত্রির জল, যুবাদের ক্রন্দন "
এখনও কি অনুভব করো ?
আমার মুখ কি আজও তোমায়  ভাবায় ?


আমায় ঘিরে যত উষ্ণতা , যত আলিঙ্গনের স্বপ্ন দেখেছিলে
আর তা না পাওয়ার কষ্টে অভিমানে
দূর থেকে দূরে সরে গিয়েছিলে ।


এ কোন শূন্যতায় সাজালে তুমি !
মধ্যরাতে এ কোন সুরের মূর্ছনা
তোমার কাছে টেনে নিয়ে যেতে  চায়
বিশ্ব চরাচর কাঁপিয়ে এ ক্রন্দন
কেন আমায় কাঁদায় !