ছোটবেলার ডাকনাম ধরে ডাকার মানুষেরা আজ আর কেউ নেই। হারিয়ে গেছে সে নাম....


হারিয়ে যাওয়া নাম


-মিমি


শহরে তখন মধ্য দুপুর
হঠাৎ বাজে এ কোন সুর!
কে ডাকে এমন করে
হারিয়ে যাওয়া নামটি ধরে!


নামটি জুড়ে স্মৃতির ভেলায়
ভেসে গেছে সব অবহেলায়
কেউই তো নেই ডাকার মতন
ডাকতো আগে যখন তখন


আজ তবে কেন ডাকছে এমন
কে সে আমার,  কোন প্রিয়জন?
কোথায় ছিল,  কোন সুদূরে?
কেমন করে খুঁজলো মোরে!


ডাকো ডাকো সে নামটি ধরে
আমায় খোঁজো নতুন করে
সেই ডাকেতেই পাবো আমি
হারিয়ে যাওয়া সে ভীষণ দামী


আমার আমি, আসবো ফিরে
আগের সেই নামটি ধরে
যে নাম আমার হারিয়েছিল
তুমিই তো তা ফিরিয়ে দিলে।