হয়তো কোনোদিন দেখা হয়ে যাবে কোনও এক গলির মোড়ে
অথবা চেনা কোনও রাস্তার বাঁকে
হতেও পারে কোনও রেস্তোরাঁ  কিংবা
কোনও এক শপিং মলের কাঁচের দরজার দুইপারে
তুমি  আমি ......
হয়তো বা নেচার পার্ক , ইকো পার্ক কিংবা নল বন
যেখানে একান্তে কিছুটা সময় কাটাতে আজকাল প্রায়শই
যেতে হয় তোমায় ,
যে কোনও দিন মন্দারমনি , কিংবা
রায়চকের রাস্তায়  হয়তো দেখা হয়ে যাবে
পাশে তোমার নতুন সঙ্গিনি বিরক্তিতে ভ্রু যুগল ঈষৎ কুঞ্চিত করবে কিন্তু
দেখা আমাদের হবেই...
তোমার সাথে দেখা হওয়ার জন্য
এই তেত্রিশ বছরের জীবনে আবার নতুন করে
দ্বিতীয় পুরুষের সাথে ভালবাসার অভিনয় করে যাচ্ছি
ঘুরে বেড়াচ্ছি সেইসব জায়গায় যেখানে তুমি এখনও ঘুরে বেড়াও
দেখা যে আমায় করতেই হবে
আমার যে একটাই প্রশ্ন জমা আছে বহুদিন বুকের ভেতর
আমার কপালে যে কলঙ্ক দাগ তুমি এঁকে দিয়ে গেছো
তা  আমি বহু চেষ্টাতেও মুছতে পারি নি
অথচ বারো বছরের স্মৃতি কি অনায়াসে
তুমি পেছনে ফেলে চলে গেলে !
আর আমাদের ভালবাসার ফসল যে অনাদরে শুকিয়ে যাচ্ছে
তার কি অপরাধ ?


দেখা আমাদের হতেই হবে......