খসে পড়া পাতার শব্দ শোনা যায় টুপ... টুপ... টুপ...
আশা মরে যায় , ভালবাসা শেষ হয় , বিশ্বাস ভেঙে যায়
স্বপ্নরা আর আসে না...
জীবনের দুঃখ গুলো যদি এমন করে ঝরে পড়তো ...
সাদা কালো পশমের গোলায় সুখ দুঃখ গুলো বোনা হচ্ছে
দুটো সোজা একটা উলটো , দুটো উলটো একটা সোজা
এ যেন জীবনের মানে খোঁজা !!
হেরে যাওয়া জীবন , মরে যাওয়া জীবন , ক্লান্ত জীবন
এটাই কি জীবনের মানে !!
অনেক আগেই সশব্দে চাবুক মেরে থামানো উচিৎ ছিল
এমন জীবনের গতিপথ...
স্বপ্ন দেখতাম সুখ এসে পাশে দাঁড়াবে কোনও একদিন ......
পায়ে পায়ে জড়িয়ে চলবে আমার সাথে...
আজও হঠাৎ হঠাৎ চমকে তাকাই...
চলতে চলতে অনুভব করি সুখ কি এলো ?.........