রাত দুপুরে পিয়াল শাখে
নামটি ধরে কে ও ডাকে ?
সেই ডাকেতে বুকের মাঝে
মন যে কেন তোমায় খোঁজে !
মনের কথা মনই জানে
বাঁশির সুর বাজে কানে ।


ধীর চরণে তুমি এলে
রাত পোহাবার কালে
বিস্ময়েরই ঘোর কেটে যায়
আঁখিদুটি মেলে
দেখতে থাকি জ্যোৎস্নালোকে
তোমার অরূপ রূপ
নির্বাক যত রাতের পাখি
পৃথিবী শান্ত চুপ ।


বাঁশি বাজে ফের পিয়াল শাখে
এখনও কি সে-ই নাম ধরে ডাকে !


গ্রীবা তুলে তুমি দেখো মোর মুখ
প্রেম লাজ ভয়ে কম্পিত বুক
অধরে অধর রাখিবার ছল
কাঁপি থরথর স্খলিত আঁচল


দুটি বাহু ধরে তুলে নিলে মোরে
তোমারই বুকের মাঝারে
আজ সারারাত কাটাবো দুজনে
ভাসবো প্রেমের সাগরে ...