আগের মতন কবিতা লিখতে পারছি না । মানুষের ব্যবহারে হয়তো মনের কোমল অনুভূতিগুলো মরে যাচ্ছে । তাই মাঝে মাঝেই মনে হয় যে যিনি কবিতা লেখেন তিনি তো আগে মানুষ তারপর কবি । মানুষের মনে যে সব রিপুগুলো থাকে কবিও নিশ্চয় তার ব্যতিক্রম নয় । আমরা হয়তো ভান করি যে যেহেতু আমরা লিখতে পারি তাই আমরা স্বতন্ত্র । এই সব ভাবতে গিয়ে কয়েকটি লাইন মাথায় এলো তাই সেটাই দিলাম......


আমি তো শুনেছি কবির কণ্ঠে
বিষ ভরা কটু কথা  
আমি তো দেখেছি কবির চোখেতে
সীমাহীন নিষ্ঠুরতা
আমি তো পেয়েছি কবির কলমে
প্রেমহীন কাব্যিকতা
আমি তো জেনেছি কবি মানে শুধু
কবিতা লেখাই নয়
সবার আগে মানুষ তুমি
দাও সেই পরিচয় ......