কাল যদি ১লা বৈশাখ হয়
তবে আজ আমার আশা পূরণের দিন,
চৈত্রের প্রবল খরার মাঝ দিয়ে আমি হেঁটে যাবো
মধ্য বয়সী একটা বাগানের দিকে,
যেখানে প্রত্যাশারা সব আকাশমুখী হয়ে আছে


কত দিন শাড়ী পরোনি তুমি, বলতে পারো ?


আকাশের নিচে আরেকটি আকাশ,
ঐ তো কে যেন ধরে আনছে চাঁদ । ওখান থেকে
কিছু আলো তোমাকে দেবো, আর
বাকীটুকু দিয়ে দেবো পৃথিবীকে


জানোনা, পৃথিবীতে বড্ড আঁধার এখন !