১.
তোর জন্যেই যৌথ অভিযানে, না
চোখ বাঁধিনি, খাড়া হয়ে দাঁড়া


ওয়ান-টু-থ্রি, একটা দৌড় লাগা...


বন্দুক যুদ্ধের মজাটা বুঝবিনা,
ক্রস ফায়ারে তাই দুনিয়ার ঘেন্না !


২.
তিনি গেলেন, আর ফিরিলেন না
হতে পারে নির্বাসন কিংবা আত্মগোপন


ভুলেও গুম-এর কথা বলবেন না ।


৩.
ছন্দের মিল খুঁজে না পেয়ে
গদ্য কবি-


সেদিন তাল গাছ
তুমি আর আমি


ওরা ভাতের অভাবে খায় পোলাও...


কাঁজলের কৌতুক, ছোট বেলায় শোনা ।


ছন্দকবি তো হেসে কুটি কুটি...