তুমি বলছো আরেকটু নত হলে
শূন্যগুলো একে একে সব সংখ্যা হয়ে যাবে
তারপর ভোরের চাঁদ সাজতে বসবে
                            দিনের আড়ালে


রাত হলে যাতে ঘোমটা খুলে
ভাঙ্গতে পারে তার-ছেড়া অন্ধকার
আমার পোকায় খাওয়া চামেলী বাগে


অথচ ঘোর লাগা অন্ধকারও জানে
সংখ্যাকে কিভাবে শূন্য বানাতে হয়
লাঠি হাতে কানা বাউল হতে