শীত শেষে কিছু কুয়াশা
এখনো জমা হয়ে থাকে, কাঁটাতারে
বছরের পর বছর...


যখন অবুঝ কিশোরীর ঝুলে থাকা
নিস্প্রাণ দেহ, মনে করিয়ে দেয়
অসহায় বাংলাদেশ !


কত বড় মই লাগিয়েছিলে তুমি, যে
বন্ধুত্বের সীমা অতিক্রম করে
ছুঁতে পারলে না আকাশ ?


অবশেষে দেখলে তো বিচার
অমিয় ঘোষ নির্দোষ, বেকসুর খালাস !



. . . ২০১১ সালের এই দিনে বাংলাদেশের নিস্পাপ কিশোরী 'ফেলানী' বিএসএফ কর্তৃক নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিল । কবিতাটি তাঁর স্মরণে ।