সবুজ পাতায় কিছু খলসেবুড়ি প্রেম
মাটির সুঘ্রাণ এনে দিতো ফসলি সুখ
পাশে নাটনাপাড়া, পাকা প্রাচীর দিয়ে ঘেরা
যখন চেঁচানিয়ার ঘাট মানে ডিঙ্গি নৌকায় সারাদিন


বর্ষায় কাদার পাহাড় ভেঙ্গে যেতে হতো মোল্লাপাড়া
কারন মাঠে পানি উঠেছে, চলে এসেছে মাছের চালান


মাথাভাঙ্গা, তুই আর কতটা কালের স্বাক্ষী হবি ?
তবুও ভাল, মরতে মরতে এখনো বেঁচে আছিস,
যেমন কানু জেলের খবর কেউ রাখেনি !


বিকেল হলে এখন ব্রিজের উপর মানুষের ভিড়
মোবাইলে নদীর খরা, ইমোতে কথা হয় সৌদি আরব
ঈদে পাঁচশো ষোলটি ফ্রিজ ঢুকে রেকর্ড-গ্রাম


তবু চোখের পাতায় কিসের যেন আবর্ত । কুটিল বলোনা
শেয়ালের লেজে বাড়ছে ভিলেজ পলিটিক্স...


এ সবুজ আর আমার সহ্য হয় না রে !