সে বলল
আমার নাকি অনেক কবিতা জমা হয়ে গেছে
এখনি সোনার থালায় নাম লেখানো দরকার


আমি ভাদ্র মাসের জলে ডুব দিলেই
যদি নদীতে বান ডাকত, তবে
বিষন্ন সকালকে আর বলতাম না
তুই আমাকে একটা বসন্ত এনে দে


কবিতাকে ফুসলিয়ে পার পাওয়া যায় না ।



উৎসর্গঃ শ্রদ্ধেয় ও প্রিয় কবি জালাল উদ্দিন মুহম্মদ কে ।