ফুটপাথ এর রোদ পেরিয়ে মাথাভাঙ্গা-সকাল, দীর্ঘ হওয়ার আগে শুরু হয় চানাচুর-মুড়ি যুদ্ধ । এবারও মিস হয় জাবালে নুর । ঝালর লাগানো রিক্সাওয়ালা বলে, আফা, আপনেরে এক খ্যাপে পারুম না, দুই খ‌্যাপ লাগব ।


অাকাশটা মাটির দিকে না তাকিয়ে ভাবতে থাকে, ভরা মৌসুমে কেন চাউলের দাম কমে না ? বেহাল জুতোর তলা দেখিয়ে দেয় মুঁচির দোকান । হঠাৎ বিদ্যুতের তার থেকে কিছু কাক নেমে আসে মুত্র-ঝরণা নর্দমায়


তারপর রাস্তার জ্যাম আস্তে আস্তে ঢুকে পড়ে মাথায়...