গালে হাত দিয়ে বসে অাছে উদাস
ভাত ছাড়া এখনো তার কাছে কিছু পৌছেনি,
এত যে তেল ও জলের নাচ, বয়াম ভর্তি জোনাকি
তবু ফুটো পাত অপেক্ষা করে নিরুদ্দেশ যাত্রা...


তুমি কি কলিকালের বুড়ো ? এই নাও ঝুমঝুমি আয়না
ঝাপসা চোখে চেয়ে দ্যাখো কামরাঙা সকাল
নগর-জলে কেমন করে হেঁটে যায় খর-স্রোতা নদী...


পাঠ শেষে কে তোমাকে করবে দিগম্বর ?
আকাশের কাছে বন্দক রাখো পিছু ডাক


কবিতা রানী হলেই যত শূন্যতার বিকেল...