ছিন্ন মূলে পানি ঢেলেছে কারা ?
তাবৎ দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে থাকা
কিছু কলংকিত বীজ
যারা মরুর বুকে রোপন করেছে
তারাই পেয়েছে আজ পৃথিবীর সভ্যতা উন্নয়নে
মহান ঠিকাদারীর কাজ ।
কার কাছে নালিশ জানাবে
হাজারো রক্তাক্ত শিশুর লাশ ?
ভেজা চোখ তাই
কেবলি ঝাপসা হয়ে আসে
তবুও
মদ ও কাঁচা মাংসের নেশায়
বুঁদ হয়ে থাকা বিবেকের
ঘুম ভাঙ্গেনা, ধূসর মরুভূমির
পবিত্র মাটি ক্রমশ
চলে যায় শয়তানের অনুকুলে,
বেপরোয়া খুঁটির জোরে
বাড়ে ধ্বংসের উন্মত্ততা
ভাঙ্গে ইতিহাস, সভ্যতা, শিশুর খেলাঘর ।
স্বদেশের মাটি ছেড়ে যখন ওরা
আশ্রয় নেয় উদ্বাস্ত শিবিরে
তখনও মর্টারের সেল এসে
বারুদের গন্ধ ছড়ায়, রক্তাক্ত সরোবরে,
আর অন্ধ গলির পঙ্গু নেতারা তখন
চোখে রঙিন চশমা লাগায়
বিকৃত বিশ্ব কুকুরের হাটে ।