জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু বার্ষিকী স্মরণেঃ


বিদ্রোহী
তোমাকে দেখতে হয়নি
ঘোড়ার খুরে প্রতিহিংসার আগুন
চোখ বাঁধা সময়ে, ক্যাঙ্গারু সমাধান
কত সহজে ভরে ফেলা যায় লাল ঘর ।


হাঁসের পিঠে চেপে চলছে স্বদেশ
কালো ঠোঁটের হুংকারে বিষ্ঠার দূর্গন্ধ
ভীত সাপুড়ে কাল নাগানীর ভয়ংকর ফনায়
অনিবার্য ধ্বংসের অপেক্ষায় যখন অসহায় সত্য
বালির বাঁধের উপর দাঁড়িয়ে, তখন
কংক্রিটে বাঁধা হচ্ছে মিথ্যার স্থাপত্য ।


বিদ্রোহী
কারার ঐ লৌহ কপাট ভাঙ্গার ডাক আজ
লাশ ভাসা শীতলক্ষ্যা নদী, অসহায় মায়ের
গুম হওয়া সন্তান, অন্ধকারের গণহত্যা ।
বিদ্রোহী
এমন বাংলা তোমাকে দেখতে হয়নি ।