১.
একজন মটরসাইকেল আরোহী
গুলি খাওয়া পাখির মতো পড়ে আছে, নিথর, মস্তকহীন
হাজারও চোখের বিস্ময়ভরা দৃষ্টি, এমন করে কেউ মরে !
গলিত মগজ ছড়ানো ছিটানো, কী ভয়ংকর !


এখানে মৃত্যু অনেক সহজ, বেঁচে থাকার চেয়ে ।


২.
খোলা মাঠে উদাসী হাওয়ায় ডুব দিলাম
সুখকে ছুঁয়ে দেখব বলে
কুয়োর জলের মতো ঠান্ডা, শীতল সুখ,
যখন সীমানা পেরিয়ে দীর্ঘ হচ্ছে দিগন্ত
আকাশের ধমনী বেয়ে নেমে আসছে মৃত্যু
তখন সুখের মতো মৃত্যুকেও অস্পর্শ ভাবছি, অথচ
মৃত্যু আমাকে স্পর্শ করে আছে অমোঘ সত্যের মতো ।