আলো নয়
এবার একটু অন্ধকার চাই
নক্ষত্র দেখা হয়নি কতদিন !
গাছের শাখায় অন্ধকারের রূপ
শাড়ির আঁচলে ঝরে পড়া সুগন্ধ
মোমবাতি জ্বালিয়ে তোমাকে সম্পূর্ণ করে দেখা
বৈচিত্রের মোলায়েম চোখে ঘাসফুল ভালোলাগা ।


আকাশকে সবাই যেভাবে দেখে
দেখতে দেখতে থেমে যায় আকাশ নীলে,
ঠিক সেভাবে নয়
অন্যভাবে, ভিন্ন রঙে
গুণে গুণে একশো একটা তাজা ফুল
মুদিত চোখে নিশিত স্বপ্ন যেমন
সবুজ দিগন্তে পাহাড়ী বুক ।


নিঝুম অরন্যে হারিয়ে যেতে পারলে
তবেই আমি ঝাপ দেবো ।