যে পাড় বেঁধেছি আমি
বিন্দু বিন্দু শরীরের ঘামে, পথের ক্লান্তিতে
কখনও আলোতে, কখনও অন্ধকারে ।
এক যুগ অপচয় শেষে, সময় হয়েছে
আজ তার কিছু সঞ্চয় ঘরে তুলবার ।
অথচ তোমার চোখে দিবা-নিশি ভাবনা,
এখনও ভোরের আলোয় দিচ্ছি দূরন্ত ডুব-সাতার
রঙিলা নাইয়ে পার করছি যুবতী স্বপ্ন ।


কি করে বোঝাব বলো, বসন্ত শেষ হয়েছে
আর কোন স্বপ্ন ফেরী করিনা আমি
তোমার হাতেই সঁপে দিয়েছি আমার যত অনুভূতি
তোমার চোখেই দেখে চলেছি দিগন্তের সীমারেখা
মেঘের পালকিতে চেপে, পাড়ি দিচ্ছি নীল আকাশ ।


তুমি কি পারোনা একবার, সন্দেহটা দূর করতে ?