ফেসবুকে পরিচয়
কয়েকদিন পর দেখা সাক্ষাৎ
তারপর নিবিড় ঘনিষ্ঠতায়
সামাজিক বন্ধন, নতুন পথের সন্ধান
একই বিছানায় রাত্রি যাপন ।


ঘরের টানেই ওদের এই ঘর ছাড়া
মাত্র ছয় মাসের জন্য ঘর পেলেও
আকাশ ছুঁতে পারেনি ঘরের মায়া,
আলগা চুলে এলিয়ে পড়া শরীর
কলঙ্কের রঙ মেখে, বুঝিয়ে দেয়
পূর্ণতা বলে কিছু নেই ।


বটির এক কোপে শোধ হয় ভালোবাসার ঋণ ।


মাঝি, তুমি নদীর গভীরতা মাপতে ভুল করেছো
তাই, শাস্তি তোমাকে পেতেই হবে ।


বিঃ দ্রঃ কবিতাটি গতকাল পত্রিকায় প্রকাশিত সত্য ঘটনার উপর লেখা ।