ভালোবাসাকে বলছো, নিষিদ্ধ গন্ধম
ভোলার চরে পড়ে থাকা একাকী রাত
যখন শরীর তোমার উপচে পড়া নদী


শূন্যতা কি শুধুই আমার জন্য, ভরা ভাদরে ?
বুক ভেঙ্গে দেওয়া কান্না, আদরে আদরে
কবে দেখা হবে নিষিদ্ধ গন্ধম আমার ?


জ্যোৎস্নার ফুলে তুমি-আমি ছিন্নভিন্ন
শাড়ীতে আলোকিত তোমার শরমচিহ্ন !