পায়ের ব্যথায় হাঁটতে পারিনা, অথচ
আমাকে ব্রিজ পার হয়ে প্রতিদিন
পাড়ি দিতে হয় দীর্ঘ পথ ।
দূরে নিশান করা চাক বন্দি সময়
পরিপূর্ণতার ছায়া ঘেরা
অনাগত ভবিষ্যৎ বলছে,
আরো অন্ততঃ বিশ বছর
সূর্যের আলোয় দিব্যি পথ চলা
মিঠে অথবা কড়া রোদে ঘর্মাক্ত শরীর,
ক্লান্ত হওয়া যাবেনা ।


বর্ষা এলেও
নদীর মতো ফিরে পাবনা যৌবন
তবুও নদীর কাছেই আমার যত চাওয়া
ঘাসফুলের হাসিতে হারিয়ে যাওয়া দিন
আমি তুলে দিয়ে যাব আমারই আরেক চোখে


আরো বিশটি বছর, খেয়া পার হলেই
ওপারে বাড়ন্ত ফসল, পরিপূর্ণ চোখে ।