গল্পটা আমার শেষ হলোনা
সিঁড়ির উপর পা রাখি, সিঁড়ি ভাঙ্গি
কিন্তু শেষ সিঁড়ি আর পার হলোনা,
পিছলে যাবার ভয় নাকি অবক্ষয় ?

যে তুমি বসে থাকো মেঘমালা
হারাধন মাঝির ভাঙ্গা বৈঠায় নাব‌্যতা
সারাদিন পর মুখ ভার, জল পায়না !

গল্পটা আমার শেষ হলোনা
মেঘ ছুঁয়ে দেখতে গেলে, বৃষ্টিহীন
চৈত্রের দুপুর, কাঠফাটা রোদ

ভূমিকাতে তৃষ্ণা আমার, ভরা নদীর দেখা পেলামনা ।