চোরামাল, সস্তায় কেনা
চড়া দামে বিক্রি করা যাবে
             বলা যাবেনা

গোলাপী ঠোঁট, হাজমুলা নয়
ইচ্ছে করলে ছুঁতে পারব
             বাঁধা দেবেনা

ঘেমে শরীর নেতিয়ে পড়েছে
বুকের মধ্যে একটানা হুলুস্থুল
              উঠা যাবেনা

সীমানা পার করে দাও
বাকীটা ম্যানেজ করে নেবো
              লঙ্ঘন হবেনা

আকাশে কাক উড়ছে-উড়ুক
কুকুর ঘেউ ঘেউ করছে-করুক
             শর্তহীন অধিকার