চোখ মেললেই টলটলে জল...
ঘর হতে বেরিয়ে দু'পা ফেলবে ?
নৌকা আনো । ধান তো ডুবেই গেছে,
- বগল বাজা, খুশনী বুড়ির কী মজা !


ঢাকা একটি নদীমাতৃক শহর
ব্যস্ত পথিক সাবধান, ম্যানহোলের ঢাকনা খোলা !
সেলিব্রেটি প্রাইভেট কার, স্টার্ট বন্ধ ?
হাঁটুজল নয়, মাজাজলে নামো
জোঁকের ভয় নেই, গু-এর সাথে ময়লার স্রোত !


হায় বৃষ্টি, কবির ভাবনায় কাব্য সৃষ্টি
ভেজা হাওয়ায় সবুজ পাতা, প্রিয়তমার ঠোঁট ।
দূরে দাঁড়িয়ে আছে কে, আবছায়া নারী
বুকে তার অনাদর যৌবন, চোখে ভাঙ্গা বস্তি !
বৃষ্টি কখন শিল্প হয় ? জানা নাই


মাথা গোজার ঠাই পেলে আধখানা চাঁদ হাতে পায় !