১.
অলসতা মানে ঘুমিয়ে পড়া নয়, একটু জিরিয়ে নেওয়া


২.
কান্না ও ভান আলাদা, স্বার্থটাই কেবল এক


৩.
বিমানটা ভেংগে পড়েনি তবু আকাশটা ভেংগে পড়ল


৪.
শুধু বড় নোট নয়, ছোট নোটেও ময়লা লাগে


৫.
উড়তে পারলে পাখির স্বাধীনতাকেও কেড়ে নেওয়া যেত


৬.
পরিশ্রমই সফলতার চাবিকাঠি নয়


৭.
গিন্নী জানেনা, চাকুরী না থাকলে ঘুষও থাকেনা


৮.
সরকারী অফিসে পিকদানী রাখা জরুরী কারন জাবর কাটলে হজম ভাল হয়


৯.
স্বপ্নের পোলাও এ ঘি কম দিতে নেই


১০.
সব পথ'ই দীর্ঘ হয়, আকাশটা মেঘে ঢাকলে