আশীর্বাদ ছাড়াই শুকনো বিল
বকগুলো তবু উড়ে গেছে


বন্দুক নিয়ে কেউ কি বসেছিল কিনারে ?


মেঘগুলো আর আকাশ পাড়ি দিতে পারেনা;
ছেঁড়া-ফাটা কান্না, শুকিয়ে যায় রোদের উত্তাপে,
এক বুক হাহাকার নিয়ে বসে থাকে রাত


বকগুলো হয়ত আর কোনদিনই ফিরে আসবেনা !