১.
তুই আমার খেঁজুর গাছের রসের হাড়ি
ভোর না হতে কাছা মেরে উঠতে পারি,


আমি কি আর গৃহস্থ্যকে ভয় করি ?


২.
চিতই পিঠা শুকনাও খাওয়া যায়
সরিষা অথবা ধনেপাতা ভর্তা দিয়ে


কেবল তুই কাছে থাকলেই রস পিঠা খেতে ইচ্ছে করে ।


৩.
লেপের শীত, কাঁথাতে যায় না
অথচ তোকে লেপও বানাতে পারিনা ।


৪.
কুয়াশার নদী পেরোতে না পারলে, দাঁড়া
আমি ঠিক ঠিক পৌছে যাব;
তারপর একটু আগুন জ্বালালেই, দেখবি
সূর্যটাও খিল খিল করে হেসে উঠেছে...