১.
হিম-সন্ধ্যা শরীরেও
থাকে দিয়াশলাই ক্ষুধা
খড় ছাড়া আগুন জ্বালানো যায়না
পতিত জমিতে প্রজাপতি ভালবাসা
ধরা যায়না


২.
কিছু ক্ষুধা হাঁটি হাঁটি পা পা...
বালিয়াড়ি পার হলে সাগরের দেখা
নদীর কিনার ঘেষে বসে আছি
পাটের মাথা ছুঁয়েছে সূর্যের কিরণ


৩.
পিঁপড়ার ঠ্যাং ভেংগে দিলেও
কমেনা বেঁচে থাকার ক্ষুধা