এতদিন বলিনি, কেন বলব
অভিমানের বাঁটা মসলার ঘ্রান
এখন থেকে তোমাকেই নিতে হবে ।
অনেক দেখেছি
নরম বিছানার হুলফোটা নদী
বজ্জাত বায়োপিকে মুলোদাঁত জীনের আসর...


পাথর-চোখে আর কত মাছরাঙা ডুব ?


অথৈ সাগরের তল খুঁজে
শেষ পর্যন্ত ঐ সাড়ে তিন হাত কপাল,
অনেক লিখেছো কারিমুন কাতেবীন;
এবার রুই মাছের পেটিতে চেয়ে দ‌্যাখ
কী রকম গ্লিসারিন চোখ
কান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে...


তোমারও সাধ হবে ঘুমোবার