ফসল কাটা শেষে নিধিরাম সর্দার দৌড়ে এসে
কাকের মাথায় পরিয়ে দিলো সোনালী মুকুট
কারন, নয় মাসের যত ময়লা, আবর্জনা, হাগা, মুত
সব পরিষ্কার করেছে সে


যদিও পদ্মা মেঘনা যমুনা-জুড়ে তখনো ভাসছে বাবুই পাখির লাশ
তবু দোয়েলকে দেওয়া হলোনা ফসলের ভাগ
লেজ গুটিয়ে বসে থাকা বাজ পাখির কাছ থেকে
মুকুট পরা কাক ছিনিয়ে নিলো বিজয়


তারপর থেকে দোয়েল শুধুই পাখি


আর বাবুই এর স্বাধীনতা মানে খোঁড়া পায়ে ডানা-ভাঙ্গা আওয়াজ
উড়তে চাইলেও যে আর উড়তে পারেনা ।