সেদিন প্রথম দুজন দুজনার
ভালোবেসেছি
বিবাহবন্ধনে আজ দুজন দুজনার
কাছে এসেছি।
আমাদের জীবনের এক নতুন শুরু করছি
যার প্রতিদিনই এখন সোহাগ,
শৃঙ্গারে মহাসিন্দুরী।
সকল
অঙ্গকে শতরুপী সোহাগে সাজিয়েছ
দেখছি
কার ভালবাসা চেয়ে পায়ের নুপুর
থেকে সিথির সিদুরখানি।
আজ আমাদের ভালবাসার বাসর ও
ফুলশয্যা রাত্রি।
কে আজ জ্বালিয়ে রেখেছে ঘরের ঐ
প্রদীপখানি
আজ কেন জ্বলীনি কোন ঝাড়ের
বাতি।
সেই পুরনো সংস্কার এখনও
আমরা বয়ে চলি
এক নিস্তব্দ পরিবেশে সাজানো এই
বাসররাতি।
কেন বিছানায় শতকোটি পুষ্পের
ছড়াছড়ি
কোন ভালবাসায় তারই একটি কুসুম
তুমি।
আজ আমাদের সাজানো বাসর ও
ফুলশয্যা রাত্রি।
লজ্জা, তোমার
ঘোমটা দিয়ে সাজিয়েছে দিখছি
আজ রামধুনুর সাত রঙের চয়েও রঙিন
এই সংসারটি।
কোন সংসয়ে নিজেকে সরিয়ে রাখ
তুমি
আজ কেন আমাদের মাঝে লজ্জার এই
আচলটি।
যেভাবে তোমার সিথিকে সুন্দর
করেছে এই সিন্দুরী
এই ছোট কারাগারে ছড়ানো শত
গোলাপের পাপড়ি।
সেভাবে মনকেও
সাজিয়ে তুলেছি শতকোটি পুষ্পরাজি।
আজ তোমার লজ্জার বাসর ও
ফুলশয্যা রাত্রি।
যেদিন প্রথম আমি তোমায়
ভালোবেসেছি
সেদিন থেকে যেন এক সপ্নই
দেখছি।
যে সপ্নের আজও কোন অন্ত হয়নি
না হোক যেন এর কোন অন্ত আর কোন
অবধি।
তোমার জীবনের এখন সকল রাত
হবে মহাসিন্দুরী
তোমার সাথে আমার চিরদিন
হয়ে উঠুক এক সপ্নময়ী।
আজ সেই সপ্নের বাসর ও
ফুলশয্যা রাত্রি।