মৃণালিনী, এই বর্ষার অদ্ভুত এক রাতে,
তোমাকে পাঠাচ্ছি আমার লেখা অন্তিম কবিতা।


কবিতার বর্ণ আমি নিয়েছি,
তোমার নাক ফুলের গোপন প্রকোষ্ঠের থেকে।
কবিতার মাত্রা আমি নিয়েছি,
তোমার হাতের চুড়ির রিনিঝিনি শব্দ থেকে।
কবিতার ছন্দ আমি নিয়েছি,
তোমার বা পায়ের নূপুরের নিক্বণ থেকে।


মৃণালিনী, তোমাকে পাঠাচ্ছি আমার অন্তিম কবিতা।
যত্নে রেখ, —
যেভাবে দেবদাসী যত্ন করে গুছিয়ে রাখে,
তার পরনের শেষ রঙিন শাড়ি।