— না,
তুমি আমার অভ্যাস নও
তুমি আমার অসুখ নও
তুমি আমার স্বভাব, সাধনা, বিষাদ,
কিছুই নও।
তুমি চলে গেলে আমি মরে যাব,
এমন নয়,
তুমি ভুলে গেলে আমি ভেসে যাব,
এমনও নয়।


— তবে? কেন চাও আমায়? প্রতিক্ষণ?


— আমি তোমাকে এজন্য চাই না যে,
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
আমি তোমাকে এজন্য চাই যে,
আমি তোমাকে ছাড়া থাকতে চাই না।