প্রেম নাম সোনার হরিণের পেছনে ছুটিনি কোনদিন
ছুটতে চাইওনি, ছুটার ইচ্ছেও ছিল না।
কাউকে ভালবাসতেই হবে এমন কথাও নেই,
লোকে বলে, কোন না কোন সময় জীবন প্রেম নাকি আসে
অকস্মাৎ একদিন ভালবাসার বার্তা নিয়ে এলে তুমি
আগ-পাছ ভাবিনি কিছু
হৃদয়-মন তোমায় দিলাম সঁেপ।
দু’টি মন একাকার, স্বপ্নে বিভোর
প্রেমের ইতিহাসে নবধারা সংযোজনে, সুখের নীড় রচনায়
প্রতিজ্ঞাবদ্ধ হই দু’জনা।
কেটে গেল সোনালী-রূপালী অনেকগুলো ইনিংস,
তুমি আমার আছো, আমার থাকবে।
তোমার মনেবৃত্তি তখনো বুঝে উঠতে পারিনি,
ভেবেছি তুমি নও আর অন্য দশজনের ন্যায়।


আমি তো কেবল তোমাকেই চেয়েছি,
তোমার ভালবাসাই চেয়েছি
তুমি রূপবতী কিনা,
ধনবতী কিনা,
বিদ্যাবতী কিনা
জানতে চাইনি,
ভালবাসার কাছে এসব বিষয় গৌণ।


কেমন করে আস্তে আস্তে আমি তোমার প্রেমের রশি থেকে
ছিটকে পড়ছি বুঝতে পারিনি,
আমি কিভাবে যেন তোমার পর হয়ে গেলাম?
মেনে নেয়া ভীষণ কষ্টকর
অন্তর্জালায় দগ্ধ হয়ে পুড়ে গেছে মনোবীনা
তুমি আমার নামনে রয়েছ, আমাকে বুঝতে দিচ্ছ না
প্রেমের গিঁট কর্ণফুলীর ঘোলা জলে ভাসিয়ে দিচ্ছ।
আমাকে দূরে ঠেলে দেয়ার সমস্ত আয়োজন স¤পন্ন করেছ,
সুনিপুণ ড্রামা মঞ্চস্থ করেছ, একবারও বুঝতে দিলে না।


প্রিয়ন্তি! এসবের কোন দরকার ছিল না,
আমার বাহুডোর থেকে মুক্তির জন্য কেন এত অভিনয়?
আজ তোমার  মেকি প্রেমের ফানুস ফুটো হয়ে গেছে
ভাবতে পারো এসব তোমার বিজয়, মোটেও না!
তুমি কেন জগতের সকল প্রেমিকও জানে না
ভালবাসার  আসল মানে কি?
তারা হারানো কথা ভেবে ভালবাসে না
তারা কেবল ভালবাসতে জানে,
কেবল ভালবাসতে জানে
ভালবাসাই তাদের কাছে মূল লক্ষ্য
ভালবাসা ছাড়া আর কিছু বুঝে না!