যেহেতু তিনি বলেছেন, তার কথাই ঠিক!
চারদিকে শান্তি আর স্বস্তি, দুধের নহর বইছে সবখানে
সমস্যা আর অশান্তি দেখলেন কোথায়?
তিনি তো আর মিথ্যে বলতে পারেন না,
অন্য কারো জন্য বললে সেটা তো আর সবটুকু মিথ্যে হয়ে যায় না।
যেহেতু তিনি বলেছেন-কথার কথা মনে করার কোন ইয়ে নেই
সবকিছুতেই আমরা অনন্য রেকর্ড গড়ছি!
যা আর কারো সময়ে হয় নি।
আমাদের সময়ই সবকিছু হয়েছে, সব আমরাই করেছি।
যা ইচ্ছা তা-ই করার অধিকার আছে আমাদের
কেউ যেন ‘রা’ না করে। বাড়াবাড়ি না করে।


দলগত দ্বন্দ্ব-সংঘাত কোথায় দেখলেন?
বড় সংসার হলে কিছুটা সম্পর্কের টানাপোড়েন চলে
একটু আধটু হৈ চৈ না হলে খেলা জমে না।
খুনোখুনির কথা বলছেন,
এগুলি মামুলি ব্যাপার, ফ্রেন্ডলি মার্ডার!
আমরা সাধ্যমত ব্যবস্থা নিচ্ছি
কাউকে ছাড় দেয়া হবে না, দল কোন বিষয় না।
নেতার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে
শাস্তির আওতায় আনা হবে
বিচারের মুখোমুখি করা হবে!
আর আপনারা আমাদের ডির্স্টাব করবেন না
যত প্রশ্ন করবেন ততই ভাল
সময় নষ্ট করলে দেশের কল্যাণ, জনগণের সেবা করব কিভাবে?