নাটকের শেষ দৃশ্য, শুরু থেকে শেষ পর্যন্ত, ঘটেছে কত কিছু
দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে, হতাশা নিয়েছে পিছু
কিছুক্ষণের মধ্যে হয়তোবা হয়ে যাবে নাটকাবসান
এক অপরাজিতার সহাস্যবদন।
হতাশায় আকন্ঠ বিপরীত জীবনের দহন
ভেঙ্গেছে প্রতিশ্রুতির মালা, শুরু হলো বিরহ-বেদন।
সবুজ ঘাসের গালিচা ধরে একাকীনির বেশে
চলে নিরুদ্দেশে।
এমনি দৃশ্য সচরাচর যাপিত জীবনে দৃশ্যমান
তবুও যায় চলে জীবনের খেয়াযান।
ভেসে আসে দূর থেকে ভারি বাতাসে বোবা সুর
কান পাতলেই শোনা যায়, ভেঙ্গেছে হৃদয় যার বেদনা-বিদুর
অনন্ত পিপাসা বুকে তার
নেই কিছু আর হারাবার
যার চিরায়ত বাসনা ছিল স্বপ্নময় সুখের উদ্যান
ছিল প্রেমের সুরা মিশ্রিত প্রণয়ের আহ্বান।
হে মনোনীতা,
প্রেম যে কি কখনো বুঝনি তা!
ক্রমান্বয়ে শেষ হয় নাটক, দু’দিনের খেলাঘরে যাওয়া-আসা
বেঁচে থাকে জীবনভর বেদনার কাব্য, আর থাকে স্বপ্ন-আশা।