হোঁচট খেতে খেতে হাঁটা হয়
পথ চলতে চলতে দেখা হয়
কতজন কত কিছু বলে যায়
হঠাৎ করে কতকিছু ঘটে যায়।


অকথা বলে বলে সময় যায়
কাজে-অকাজে সময় নষ্ট হয়
ধীরে ধীরে পথ যখন চলা হয়
গন্তব্যে পৌঁছা তখন দেরি হয়।


সজল নয়নে, নয়ন হয় অশ্রু বারি
নয়ন জলে কত নয়নার আহাজারি
রাত-বিরাতে সখার ফেরা দেরি হয়
সখির মনটা তখন বেশি উতলা হয়।


কখনো জীবনের গান গাওয়া হয়
কখনো বা হৃদয়টা বেদনার্ত হয়
প্রেমের জয়গান চিরকালই হয়
আশায়-আশায় বুক বাঁধা হয়।


প্রকৃতির নিয়মে যা হবার হয়
এতে কারো বাধ সাধা ভাল নয়
বাধা আসলে প্রেম বেপরোয়া হয়
অসম্ভব কাজ তখন সম্ভব হয়।