বন্ধু গো! বিধাতার খেলা বুঝা সহজ না
যার ইশারা ছাড়া গাছের পাড়া নড়ে না।
আমি তো জানি না এর শেষ কোথায়?
কি আছে ললাটে আছি বড় ভাবনায়!


যিনি দিয়েছেন এত যে, মধুরতম বন্ধন
যতন করে রেখো গো তারে করে আপন।
হেলায় তারে দিও না গো দূুরে ঠেলে
নতুন করে যদি কাউকে সাথে পেলে।


ধরার মাঝে বন্ধুত্বের কত রকমফের,
যায় না মাপা আপন-পর দিয়ে মণ-সের
বিশ্বাস করে সঁপে দিও না সব বন্ধুকে
গোপনীয়তা রক্ষা করো, বুঝো তাকে।


রাস্তা থেকে ধরে এনে করো না ভাব,
বিপদে সে মারবে ছোবল যেমনি সাপ।
খাঁটি বন্ধু এই জগতে মেলা বড়ই ভার
মেলে যদি তার সাথে জনম করো পার।


তোমার বিপদে যে আসবে অগ্রে এগিয়ে
জোর কদমে তার পানে যেও হাত বাড়িয়ে
যে জন তোমার জন্য রাখবে জান বাজি
দৃঢ় বন্ধন তার সাথে হোক, শক্ত আজি।
*******