বলবো আমি আজকে তোমায়
সেই ছেলেটির কথা।
গুরুজনে করতো সেবা
দেয়নি মনে ব্যথা।


পড়ালেখায় ছিলো ভালো
মনটা দিতো পাঠে,
বন্ধুরা সব একইসাথে
খেলতো যেতো মাঠে।


সে ছেলেটির সেদিন হলো
ভীষণ রকম জ্বর
দেখতে এলো বন্ধুরা সব
নয়কো যেনো পর।


তাকে দেখে বন্ধু সবার
নীরব অশ্রু ঝরে।
খোদার কাছে দু’হাত তুলে
সবাই দোয়া করে।


সেই ছেলেটির মতো যদি
তোমরা হতে চাও,
মিথ্যা বলা দুষ্টুমিটাও
আজকে ছেড়ে দাও।