তোমার হাসি, সে তো শুধু হাসিই নয়
যেন একরাশ শরৎ শুভেচ্ছার কাশফুল,
ঝিরি ঝিরি বাতাসে শুভ্রমেঘ আকাশময়
শিহরিত মনে দোলা একগোছা এলোচুল।


তটিনীর তীরে জোয়ারের বেগ কলধ্বনি
সাদা বক উড়াল দিলো কাশবন ছাড়িয়া,
দিবসে আলসে কাটায় অদৃশ্য চন্দ্রমনি
কানায় কানায় হৃদয় উদ্বেল নীল দরিয়া।


তোমার সেই ভুবন ভুলানো হাসির সাথে
তুলনীয় হতে পারে না যে কারো হাসি,
মেঘবিহীন নীল আকাশ শিশির প্রভাতে
তন্দ্রা ভাবের মুখখানা যেন মুক্তো রাশি।


সেই সাদা সাদা মেঘগুলো শরৎ দিনে
খুশির বার্তা ছড়ায় রঙিন কল্পলোকে,
হাতে হাত রেখে পরস্পর নেয় চিনে
স্বপ্ন এঁকে যায় যুগল প্রেমিকের বুকে।