দীর্ঘ প্রতীক্ষিত সুন্দর সর্বনাশা প্রেমের বহ্নিশিখা
স্বপ্নের রঙ্গিন ডানা ক্লান্ত পথিক, শ্রান্ত প্রেমিক
বাসনার জন্ম অগোচরে পাওয়া না পাওয়া হোক,
প্রেমের তরী বইয়া চলি কখনো যদি পাই দেখা।
আশারা কখনো ফুরায় না নবঅভিযাত্রীর বেশে
দুর্গম গিরি পথ হারাবার থাকে বহুবিধ শঙ্কা
শৃঙ্গ বিজয়ী বীরের ন্যায় ফিরতে ব্যাকুল ডঙ্কা
কেবল বলে যাই তোমার নাম হিয়া নির্বিশেষে।


কতকাল আর বইব তোমার প্রেমের মালাখানি
যেথা যাই স্মরি তোমার নাম ভুলি না রোমন্থন
কাঙাল মন রহে না, সুহাসিনীর দোলাচলে মন
নিবেদন ইতি এটুকু শোনাও আমায় আশার বাণী।
জাগ্রত নয়ন খোলা জানালা জোৎস্না ভরা রাতি
ভালোবাসার মন্ত্র জানি না, জানি না রীতি নীতি।