ছোট্ট বেলার স্মৃতি
--মহাদেব দাশ

সেই ছোট্টকালের কোন এক সময়
দাঁড়িয়ে ছিলে তুমি অবলিলায়
বার বার ফিরে যেতে মন চায়
সেই ছোট্ট বেলায়।

লাল টুকটুকি জামা পরে তুমি সেদিন
ঘুরে বেড়াতে নিশিদিন
পুতুল খেলার ছল করে সেই দিন
ছিলে আমার মনের অন্তরীন।

কত রাগ কত অভিমান করে তুমি
বুঝাতে চেয়েছ জানি
অনেক ছলনা করেও সেদিন আমি
পাইনি হৃদয় খানি।

আজও শুন্য হৃদয় মন্দিরে তুমি
সযতনে রেখেছি আমি
বাসি ফুলের মালা ভেবেও আমি
গলায় পরেছি আমি।

হয়তবা মনে নেই তোমার সে কথা
আমার মনেতে আছে গাথা
দুঃখ নয়, সুখে তোমার জীবন বাধা
আজও মনে পড়ে সে কথা।